চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! পশ্চিমবঙ্গ ভূমি দফতরে গ্রুপ C-তে চাকরি মিলছে। ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদের জন্য চাকরির এই সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের নির্দিষ্ট প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আপনিও যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে এই চাকরিতে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে থেকে ভালো করে জেনে নিন, তারপর আবেদন করুন।
পশ্চিমবঙ্গ ভূমি দফতরে গ্রুপ-C নিয়োগের বিস্তারিত
এইবার আমরা এই চাকরির জন্য কী যোগতা লাগবে, বয়স কত হতে হবে, কীভাবে আবেদন করতে হবে, ঠিক কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে তা একে একে জানবো।
মাসিক বেতন
যারা এই গ্রুপ-সি ডাটা এনট্রি অপারেটর পদে চাকরি পাবে তাদের প্রতি মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা
21 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে শুধুমাত্র তারাই আবেদন জানাতে পারবেন। 01.09.2024 তারিখ অনুযায়ী বয়সের বয়সের হিসেব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলেই এই গ্রুপ-সি ডাটা এনট্রি অপারেটর পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে (এমএস অফিস এবং ইন্টারনেট) সার্টিফিকেট থাকতে হবে এবং প্রার্থীদের অবশ্যই উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রার্থী নিয়োগের প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট বা তালিকাভুক্ত করা হবে। তারপর একটি কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ তিন ধাপে নির্বাচন করা হবে।
(১) লিখিত পরীক্ষা: যোগ্য আবেদনকারীদের অবশ্যই 50 নম্বরের লিখিত পরীক্ষার দিতে হবে। লিখিত পরীক্ষা মাধ্যমিক মানের হবে এবং প্রশ্ন MCQ ধরনের হবে। ইংরেজি- 10 নম্বর, পাটিগণিত- 10 নম্বর, সাধারণ জ্ঞান- 10 নম্বর, কম্পিউটার জ্ঞান- 20 নম্বর।
(২) কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষার পরে তালিকাভুক্ত প্রার্থীদের, 40 নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে।
(৩) ব্যক্তিত্ব পরীক্ষা: কম্পিউটার পরীক্ষার 10 নম্বরের ব্যক্তিত্ব পরীক্ষা দিতে হবে।
মোট শূন্যপদ
এক্ষেত্রে ২ টি শূন্যপদে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন করার পদ্ধতি
রাজ্যের ভূমি দফতরে ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এটি কীভাবে করবেন তা জেনে নিন-
Step-1. অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: uttardinajpurrecruitment.dcpuud.in-এ যান।
Step-2. অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন: অ্যাপ্লিকেশন লিঙ্কটিতে ক্লিক করুন।
Step-3. ফর্মটি পূরণ করুন: আপনার নাম, অভিভাবকের নাম এবং স্থানীয় ঠিকানা সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য লিখুন।
Step-4. আপনার তথ্য দুইবার চেক করুন: এটি সঠিক কিনা তা নিশ্চিত করতে সবকিছু ভালো করে দেখে নিন।
Step-6. আপনার আবেদন জমা দিন: আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বোতামে ক্লিক করুন।
আবেদনের তারিখ
2024 সালের 19 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
উল্লেখ্য, আগ্রহী প্রার্থীদের সমস্ত বিবরণের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়তে হবে।
দরকারি লিঙ্ক সমূহ
নিয়োগের অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Open Now
আবেদন করার লিঙ্ক: Apply Now