রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবার ওবিসি (OBC) সম্প্রদায়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ৬৬টি সম্প্রদায়কে আধার কার্ড ও আয়ের তথ্য আপডেট এবং ৭৪টি সম্প্রদায়কে পুনরায় নতুনভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করার কথা বলা হয়েছে।
কেন পুনরায় আবেদন করা দরকার?
আসলে সম্প্রতি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্যই রাজ্য ওবিসি তালিকায় কিছু পরিবর্তন আনছে। সম্প্রতি কিছু সম্প্রদায়কে তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছিল। ফলে আবার সেগুলিকে পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
যেহেতু বর্তমানে কেন্দ্রীয় চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস গুরুত্বপূর্ণ। সে কারণেই আগেই ইস্যু করা ওবিসি সার্টিফিকেটগুলি নতুন করে যাচাই করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
তবে এই সার্টিফিকেট রিনিউয়াল প্রক্রিয়াটি মূলত দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। সেগুলি হল—
পুনঃবৈধকরণ
যে সমস্ত সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং যাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস বৈধ রয়েছে, তাদের সার্টিফিকেট পুনঃবৈধকরণ করা জরুরী হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। কোনোরকম হার্ডকপি জমা দিতে হবে না। ডিজিটাল যাচাই এর মাধ্যমেই সবকিছু সম্পন্ন হবে।
পুনঃপ্রদান
যে সমস্ত সম্প্রদায় আদালতের নির্দেশে কিংবা সরকারের বিবেচনার কারণে আগে বাতিল হয়েছিল এবং পরে পুনরায় তালিকাভুক্ত হয়েছে, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। এর জন্য সেই সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর আবেদনের প্রিন্ট আউটসহ যাবতীয় তথ্য বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে।
আবেদন কীভাবে করবেন?
ওবিসি সার্টিফিকেট এখন খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য শুধুমাত্র নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে (https://castcertificatewb.gov.in/) প্রবেশ করুন।
- এরপর সেখানে গিয়ে “OBC Certificate” অপশনটিকে বেছে নিন।
- এরপর “Apply For OBC” লিংকে ক্লিক করুন।
- আগে যদি আপনার ডিজিটাল ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে “Yes” অপশনটিকে নির্বাচন করুন। না থাকলে “NO” অপশনটি নির্বাচন করুন।
- এরপর আপনার সামনে নির্ধারিত আবেদন ফর্মটি খুলে যাবে।
- আবেদন ফর্মে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, জেলা, মহকুমা সহ যাবতীয় তথ্য পূরণ করুন।
- এরপর সম্প্রদায় হিসেবে ওবিসি-এ বা ওবিসি-বি সিলেক্ট করুন।
- এরপর ব্যক্তিগত তথ্য ও বাবা মায়ের চাকরির তথ্য যদি প্রযোজ্য হয়, তাহলে সেগুলি দিয়ে ফিলাপ করুন।
- এরপর আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড, পুরনো ওবিসি সার্টিফিকেট যদি থাকে,জন্ম সার্টিফিকেট, আয়ের শংসাপত্র এবং সার্ভিস রেকর্ড আপলোড করুন।
- সমস্ত কিছু যাচাই করে ফর্মটিকে সাবমিট করে দিন।
বিডিও অফিসে কীভাবে ফর্ম জমা দেবেন?
যাদের পুনঃপ্রদানের প্রয়োজন, তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য অনলাইনে প্রথমে সাবমিট করা আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে। তারপর প্রিন্ট আউটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে এলাকার স্থানীয় ব্লক অফিসে বিসিডাব্লু সেকশনে সরাসরি জমা করতে হবে।