চাকরির আশায় কি বসে আছেন আপনিও? এই তো নতুন চাকরির খবর নিয়ে এল নবান্ন। পুজোর আগেই পকেট ভরার সুযোগ। হোম গার্ড (Home Guard) হতে পারবেন অনায়াসেই। একবার ঠিক নিয়মে আবেদন করতে পারলেই সরকারি দফতরে কাজের সুযোগ পাচ্ছেন। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ হোম গার্ড পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই।
মনে রাখবেন, আপনিও যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তবে এই চাকরিতে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভালো করে জেনে নিন, নাহলে আবেদন করার সময় অসুবিধা হতে পারে।
পশ্চিমবঙ্গে হোম গার্ড নিয়োগের তথ্য (WB Home Guard Recruitment 2024 Details)
নিম্নলিখিত অংশে, আমরা এই হোম গার্ডের চাকরির জন্য কী যোগতা লাগবে, বয়স কত হতে হবে, কীভাবে আবেদন করতে হবে, ঠিক কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে তা একে একে জানব।
কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে?
রাজ্য জুড়ে 14,000 টি পদ রাখা হয়েছে। বিরাট শূন্যপদ থাকায় অনেকেরই চাকরি পাওয়ার সুযোগ থাকছে।
হোম গার্ডের শূন্যপদের বিবরণ
- বারাসত পিডি 400
- বনগাঁ 200
- বসিরহাট 300
- বারুইপুর: 400
- ডায়মন্ড হারবার: 350
- সুন্দরবন: 300
- হাওড়া গ্রামীণ: 200
- কৃষ্ণনগর: 400
- রানাঘাট: 450
- মুর্শিদাবাদ: 450
- জঙ্গিপুর: 150
- পূর্ব বর্ধমান: 500
- বীরভূম: 500
- হুগলি পল্লী: 700
- পূর্ব মেদিনীপুর: 250
- ঝাড়গ্রাম: 100
- পশ্চিম মেদিনীপুর: 400
- ব্যাংকের কাছে: 400
- পুরুলিয়া: 400
- মালদা: 220
- দক্ষিণ দিনাজপুর: 300
- রায়গঞ্জ: 100
- ইসলামপুর: 300
- জলপাইগুড়ি: 400
- আলিপুরদুয়ার: 400
- কোচবিহার: 500
- হাওড়া পিসি: 750
- বিডিএন পিসি: 1500
- ব্যারাকপুর: 700
- ADPC: 500
- শিলিগুড়ি: 400
- চন্দননগর: 700
- হাওড়া জিআরপি: 100
- শিয়ালদহ জিআরপি: 150
- GRP সীল: 75
- খড়গপুর জিআরপি: 150
চাকরীর পদের নাম
অস্থায়ী হোম গার্ড (Home Guard) পদে নিয়োগ করা হচ্ছে।
হোম গার্ডের কাজের দায়িত্ব
ভিড় সামাল দিতে এবং পুলিশকে স্বেচ্ছাসেবক হিসাবে সহায়তা করার জন্য দুর্গাপূজার সময় 10 দিনের জন্য চুক্তিতে এই কাজ।দেওয়া হবে।
হোম গার্ডের চাকরির শিক্ষাগত যোগ্যতা
হোম গার্ডের চাকরির জন্য আবেদন করতে চাইলে আপনাকে সরকারি একটি স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি উচ্চ শিক্ষা সম্পন্ন করে থাকেন তাহলেও আবেদন করতে পারেন।
হোম গার্ডের চাকরির জন্য বয়স সীমা
অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক বয়সের সীমা উল্লেখ করা হয়নি, তবে আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। 40 এর বেশি হলে হবে না। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
হোম গার্ডের মাসিক বেতন
হোম গার্ড হিসেবে চাকরি পেলে আপনি মাসে বেশ কিছু টাকা উপার্জন করবেন। অস্থায়ী কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে দেওয়া হবে। 10 দিনের জন্য মোট 6,260 টাকা পাবেন।
হোম গার্ডের ট্রেনিং
হোম গার্ড হওয়ার জন্য, নির্বাচিত প্রার্থীদের তিন দিনের জন্য ট্রেনিং করানো হবে।
হোম গার্ডের চাকরির আবেদনের জন্য প্ৰয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য নিম্নলিখিত বেশ কিছু প্ৰয়োজনীয় নথিপত্র লাগবে-
- আধার কার্ডের জেরক্স
- ভোটার কার্ডের জেরক্স
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
- অ্যাডমিট কার্ড
- ব্যাঙ্ক পাসবুক
হোম গার্ডের আবেদন প্রক্রিয়া
- A4 সাদা কাগজে আবেদন পত্র লিখুন।
- আপনার নিকটস্থ থানায় গিয়ে জমা করুন।
এছাড়াও, আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
হোম গার্ডের নিয়োগ প্রক্রিয়া
- কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না।
- জরুরী ভিত্তিতে নিয়োগ হবে।
- ভালো শারীরিক সক্ষমতা থাকলে, সেই প্রার্থীকে সরাসরি নিয়োগ করা হবে।
হোম গার্ড নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি 17 সেপ্টেম্বর, 2024 এ প্রকাশিত হয়েছিল।
আরও বিস্তারিত জানতে, অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। তার আগে জেনে নিন বিজ্ঞপ্তি নম্বর— 426-Sanction/HHA-11012(12)/8/2020-PM SEC।