Digital Birth Certificate: যেকোনো বয়সেই বানান জন্ম সার্টিফিকেট, এইভাবে আবেদন করে ফেলুন

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে আধার কার্ড, ভোটার কার্ডের পাশাপাশি জন্ম সার্টিফিকেটও সমান গুরুত্বপূর্ণ। কারণ স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা কিংবা অন্যান্য কোনো সরকারি কাজে জন্ম সার্টিফিকেটের জুরিমেলা ভার। 

নিজের নাগরিকত্ব যাচাই করার জন্যও এখন জন্ম সার্টিফিকেট (Birth Certificate) দরকার হয়। তবে এখন জন্ম সার্টিফিকেট পেতে গেলে আর অফিসে অফিসে দৌড়ানোর ঝামেলা নেই। অনলাইনের মাধ্যমেই খুব সহজে আবেদন করতে পারবেন। তবে অফলাইনেও আবেদন করা যায়। আজ আমরা দুটি পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেবো এই প্রতিবেদনে।

জন্ম সার্টিফিকেট কী?

জন্ম সার্টিফিকেট হল সরকারের দেওয়া একটা রেকর্ড, যেখানে শিশুর জন্মস্থান, জন্ম তারিখ, মা-বাবার নাম সহ গুরুত্বপূর্ণ সমস্ত ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ থাকে। আর এটি বর্তমানে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য অতি অত্যাবশ্যকীয় একটি ডকুমেন্ট।

স্কুল-কলেজে ভর্তির সময় কিংবা আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট তৈরিতে, চাকরি বা সরকারি পরিষেবায় আবেদন, বিবাহ বন্ধনের কাজ বা আইনগত কিংবা উত্তরাধিকার সংক্রান্ত যেকোনো কাজে জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয়।

অনলাইনে কীভাবে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। এর জন্য শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে https://edistrict.wb.gov.in/ ওয়েবসাইটে যান।
  • এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • এরপর আপনার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এরপর “Birth Certificate” অপশনটি সিলেক্ট করুন। 
  • এরপর “Apply Online” অপশনটিতে ক্লিক করুন।
  • এবার শিশুর নাম, জন্মতারিখ, মা-বাবার নাম, ঠিকানা, স্থান সবকিছু সঠিকভাবে আপলোড করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
  • এরপর অনলাইনের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।
  • এরপর আবেদন জমা দিয়ে রেফারেন্স নম্বর সংগ্রহ করে রাখতে হবে।

অফলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করতে যারা সমস্যায় পড়েন, তাদের জন্য এখন অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। এর জন্য প্রথমে স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত কিংবা রেজিস্টার অফিসে যেতে হবে। তারপর জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর সেখানে আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং ফি প্রদান করতে হবে। সঙ্গে সঙ্গে একটি একনলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে। সেটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর ৭ থেকে ১৫ দিনের মধ্যেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবেন।

কী কী ডকুমেন্ট লাগবে?

জন্ম সার্টিফিকেটে আবেদন করার জন্য অবশ্যই হাসপাতালে জন্মগ্রহণের প্রমাণপত্র অর্থাৎ ডিসচার্জ স্লিপ দরকার হয়। পাশাপাশি পিতা-মাতার পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দরকার পরে। ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড কিংবা বিদ্যুতের বিল, বাবা-মায়ের বিবাহের শংসাপত্র যদি থাকে তাহলে সেটি দরকার পরে এবং দেরিতে আবেদন করলে হলফনামা জমা দিতে হয়।

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, পশ্চিমবঙ্গের জন্ম সার্টিফিকেটের নির্দিষ্ট তিনটি ক্যাটাগরি রয়েছে। যে সমস্ত শিশুদের সরকারি অনুমোদিত হাসপাতালে জন্ম হয়, তারা হেলথ অফিসারের অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারে। প্রাইভেট হাসপাতালে জন্ম হলে স্থানীয় পৌরসভা বা মিউনিসিপালিটি থেকে সার্টিফিকেট পাওয়া যায় এবং শিশু ঘরে জন্মালে পরিবারের কোনো ব্যক্তিকে ওয়ার্ড হেলথ ইউনিটে গিয়ে জন্মের রিপোর্ট করতে হয়।

আবেদন ফি কত লাগে?

যদি শিশুর জন্মের ২১ দিনের মধ্যে আবেদন করেন, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যায়। তবে যদি ২১ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন করেন, তাহলে ৫০ টাকা, ৩০ দিন থেকে ১ বছরের মধ্যে আবেদন করলে ১০০ টাকা এবং ১ বছরের বেশি হলে ৫০০ টাকা আবেদন ফি দিতে হয়।

আরও পড়ুন: Land Record: বাড়িতে বসেই পান জমির দলিল, মোবাইলে এইভাবে সহজেই তুলে নিন

জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন কীভাবে?

অনলাইনে যদি আবেদন করে থাকেন, তাহলে আপনি ঘরে বসেই জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে https://edistrict.wb.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
  • এরপর নিজের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
  • এরপর “Track Application” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার রেফারেন্স নম্বর দিয়ে সার্চ করুন।
  • এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করুন।

Leave a Comment