SSC-র অযোগ্য তালিকা নিয়ে হাইকোর্টে মামলা, কারা করল এই মামলা?

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া মোড়। এবার কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা, যারা সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের দাগির তালিকায় তকমা পেয়েছে। তাঁরা দাবি করছে, যে তাঁরা কোনোভাবেই অযোগ্য নন, অথচ ভুলবশত তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সে কারণেই তারা আসন্ন পরীক্ষায় বসতে পারছে না।

আবেদনকারীরা কী বলল আদালতে?

উল্লেখ্য, আবেদনকারীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী আদালতে বলেছেন, কমিশন আমাদের নতুন পরীক্ষার জন্য এডমিট কার্ড দিয়েছিল। আমরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলভুক্ত নই। সুপারিশ ভিন্ন নই, আবার ফাঁকা খাতায় চাকরি পাওয়া প্রার্থীদের তালিকাতে পারছি না। অথচ আমাদেরকে দাগি তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এর ফলে আমরা আমাদের চাকরি হারিয়েছি এবং পরীক্ষারতেও বসতে পারছি না।

বিচারপতি কী বলছেন?

বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনানিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গোটা প্রক্রিয়ায় এখন সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যেই চলছে। তিনি বলেছেন, আবেদনকারীরা যে তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রকাশিত হয়েছে। তাই এই বিষয়ের সঠিক পদক্ষেপ নিতে হলে সুপ্রিম কোর্টেই যেতে হবে। সে কারণেই জরুরী ভিত্তিতে মামলার আবেদন গ্রহণ করে বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবার একসঙ্গে সমস্ত মামলার শুনানি হবে।

পাশাপাশি মামলাকারীদের আইনজীবী পার্থ রায় বর্মন আদালতে বলেছেন, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি SLST নিয়োগ পরীক্ষা। আর এই পরীক্ষা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরী।

আরও পড়ুন: সুদ সহ কত টাকা ফেরত দিতে হবে দাগি চাকরিহারাদের?

যদি আদালতকে আমরা যুক্তি দিয়ে না বোঝাতে পারি, তাহলে মামলাটিকে খারিজ করে দিন। কিন্তু হ্যাঁ, শুনানির সুযোগ দিতে হবে। আর এই আর্জি মেনে নেন বিচারপতি এবং বলেছেন মঙ্গলবারই শুনানি হবে।

কতজন মামলা করেছেন?

সূত্র মারফৎ খবর, নবীন বেরা সহ বহু প্রার্থীর পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। মোটামুটি ১৩০০ জনের কাছাকাছি চাকরিপ্রার্থীরা এই মামলায় অংশগ্রহণ করেছে বলে খবর।

Leave a Comment