আজ থেকে নতুন মাস। আর নতুন মাস মানেই সাধারণ মানুষের খরচ, সঞ্চয়ের সমীকরণে আসে বিভিন্ন রকম পরিবর্তন। এবারও তার ব্যতিক্রম নয়। ১ সেপ্টেম্বর থেকে দেশের ব্যাংকিং ব্যবস্থা, বিনিয়োগ ও দৈনন্দিন খরচে আসছে একাধিক সব নতুন নিয়ম। তাই আগেভাগেই জেনে নিন, কীভাবে বাজেট ম্যানেজ করবেন এবং বাড়তি খরচ এড়িয়ে চলবেন।
SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন চার্জ
দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার তাদের ক্রেডিট কার্ড পরিষেবায় খরচ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। হ্যাঁ, ১ সেপ্টেম্বর থেকে অটো ডেবিট ব্যর্থ হলে গ্রাহককে ২% জরিমানা দিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন বা পেট্রোল পাম্পে কার্ড ব্যবহার খরচ বাড়বে এবং অনলাইন শপিং-এর রিওয়ার্ড পয়েন্টের ভ্যালুও কমে যেতে পারে।
ATM থেকে টাকা তোলার খরচ
ডিজিটাল লেনদেনকে আরো উৎসাহিত করার জন্য এবার একাধিক ব্যাংক এটিএম চার্জের নিয়ম বদলে দিচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট সীমার বেশি টাকা তুললেই এবার অতিরিক্ত চার্জ গুনতে হবে। ফলে এবার থেকে ভাবনাচিন্তা করেই টাকা তুলতে হবে। নাহলে খরচ বাড়তে পারে অনেকটাই।
ফিক্সড ডিপোজিটে সুদের হার
সেপ্টেম্বর মাসের শুরুতেই বহু গ্রাহক তাদের ফিক্সড ডিপোজিট সুদের হার রিভিউ করবে। সেই সূত্র ধরে, বর্তমানে বেশিরভাগ ব্যাংক ৬.৫% থেকে ৭.৫% মতো সুদ দিচ্ছে। তবে এবার সেই হার আরো কমতে পারে বলে মনে করা হচ্ছে। তাই যারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, তাদের জন্য কিছুটা হলেও দুঃসংবাদ।
আরও পড়ুনঃ বাতিল হতে পারে OBC সার্টিফিকেট, তাড়াতাড়ি করে নিন এই কাজ
গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম
প্রতি মাসের মতো এবছরও ১ সেপ্টেম্বর থেকে নতুন করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হচ্ছে। হ্যাঁ, এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা করে বেড়েছে। এমনকি ডলার ও রুপির তারতম্য হতে পারে। যার ফলে দৈনন্দিন বাজেটে প্রভাব পড়বে।
রুপোর উপর হলমার্ক বাধ্যতামূলক
এতদিন পর্যন্ত শুধু সোনার অলংকারেই হলমার্কের নিয়ম চালু ছিল। তবে ১ সেপ্টেম্বর থেকে রুপোর গয়নাতেও এবার বাধ্যতামূলক ভাবে হলমার্কিং করা হচ্ছে। এর ফলে বাজারে ভেজাল বা নিম্নমানের রুপো কেনার ঝুঁকি অনেকটাই কমবে। কিন্তু জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছে যে, এর জন্য রুপোর দামে সামান্য হলেও তারতম্য আসতে পারে।