PM Kisan 21st Payment: দীপাবলির আগেই ঢুকবে পিএম কিষানের ২১ তম কিস্তি? জেনে নিন আপডেট

কৃষিপ্রধান এই দেশে কোটি কোটি মানুষ সরাসরি কৃষিকাজের সঙ্গেই যুক্ত। তবে বাস্তব বলছে যে, স্বাধীনতার এত পরেও বহু কৃষক এখনো দারিদ্রতার শিকার হচ্ছেন। একদিকে চাষের খরচ দিনের পর দিন হু হু করে বাড়ছে, আর অন্যদিকে আবহাওয়ার অনিশ্চয়তার ফলে ফসল নষ্ট হচ্ছে। আর ঠিক কারণেই অর্থনৈতিক সংকটে জর্জরিত থাকেন কৃষকরা।

কৃষকদের জন্য ভরসা পিএম কিষান

তবে কৃষকদের দীর্ঘদিনের সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প। হ্যাঁ, এই প্রকল্পের আওতায় কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা করে দেওয়া হয়।

অর্থাৎ, প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে তিনবার কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়, তাও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এই পর্যন্ত কৃষকরা এই প্রকল্পের ২০ দফার কিস্তি পেয়েছেন। 

২১ তম কিস্তির অপেক্ষায় কৃষকরা

তবে এখন দেশের লক্ষ লক্ষ কৃষক চোখ রেখেছে ২১ তম কিস্তির দিকে। প্রশ্ন উঠছে, দীপাবলির আগেই কি মিলবে পিএম কিষানের ২১ তম কিস্তির টাকা?

তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ এই কিস্তির টাকা আসতে পারে। অর্থাৎ, দীপাবলীর আগে টাকা আসার সম্ভাবনা খুবই কম। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

কারা টাকা পাবেন না?

সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী, যে সমস্ত কৃষকরা ই-কেওয়াইসি করেন নি এবং ভূমি রেকর্ড যাচাই সম্পূর্ণ করেননি, পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা কিষান সম্মান নিধি যোজনার ২১ তম কিস্তির টাকা পাবে না।

আরও পড়ুন: New GST Rule: দাম কমছে দুধ, মাখন থেকে টিভি, এসি- একাধিক জিনিসের! দাম বাড়ল কোনগুলির?

তাই বলে রাখি, আপনি যদি এই প্রকল্পের সুবিধাভোগী হন, তাহলে এখনই ই-কেওয়াইসি করে নিতে হবে। কারণ সরকার স্পষ্টভাবেই বলে দিয়েছে যে, ই-কেওয়াইসি ছাড়া কোনো কৃষক পরবর্তী কিস্তির টাকা পাবে না।

অনেক কৃষকের ই-কেওয়াইসি না করার কারণেই টাকা আটকে থাকে। তাই আপনি অনলাইনের মাধ্যমে বা কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়ে এখনই ই-কেওয়াইসি করে ফেলুন। 

Leave a Comment