উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসলো বিরাট ঘোষণা। হ্যাঁ, জিএসটি কাউন্সিলের ৫৬ তম বৈঠকে নেওয়া হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত।
দীর্ঘদিন ধরেই প্রচলিত ৫%, ১২%, ১৮% এবং ২৮% জিএসটি স্ল্যাবের মধ্যে এবার ১২% ও ২৮% স্ল্যাব বাতিল করা হয়েছে। আর এখন থেকে শুধুমাত্র কার্যকর থাকছে ৫% ও ১৮% পার্সেন্ট জিএসটি স্ল্যাব। তবে বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে আলাদা করে ৪০% জিএসটি রাখা হচ্ছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এই সিদ্ধান্ত আগামী ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে, অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এবছর দীপাবলির আনন্দ দ্বিগুণ হতে চলেছে। তা এবার বাস্তবের পথে।
কী কী জিনিস সস্তা হচ্ছে?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পরিবর্তনে শুধুমাত্র ট্যাক্স রেট সংস্কার নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রায়ও বড়সড় পরিবর্তন আসবে।
সস্তা পণ্যের তালিকায় রয়েছে—
- খাদ্য পণ্য হিসেবে মাখন, ঘি, পনির, দুগ্ধজাত দ্রব্যের জিএসটি ১৮% থেকে নামিয়ে ৫% করা হয়েছে।
- রুটি এবং পরোটার জিএসটি আগে ৫% ছিল, এখন তা শূন্যে আনা হয়েছে।
- শুকনো ফল অর্থাৎ বাদাম, কাজু, পেস্তা, হেবিল নাট, খেজুরের জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
- বিস্কুট, নিমকি, আইসক্রিম, ফলের জেলি, সবকিছুর জিএসটি ১৮% থেকে ৫% করা হয়েছে।
- গাড়ি ও বাইকের ক্ষেত্রে ৩৫০ সিসির কম মোটরসাইকেল, ছোট গাড়ি ও অটোরিক্সার জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে।
- ইলেকট্রনিক্স জিনিস যেমন টিভি, এসি, ওয়াশিং মেশিনের জিএসটি ২৮% থেকে ১৮% করা হয়েছে।
- স্বাস্থ্য বীমা ও জীবন বীমার উপর জিএসটি সম্পূর্ণ মুকুব করা হয়েছে।
- চিনি, টফি, ক্যান্ডির উপর ৫% জিএসটি ধার্য করা হয়েছে।
- মাছ, মাংসজাত দ্রব্য, ভোজ্য তেল, প্যাকেটজাত খাবার, সবকিছুর উপরেই মাত্র ৫% জিএসটি ধার্য করা হয়েছে।
যে সমস্ত জিনিসের দাম বেড়েছে, সেগুলি হল—
- বিলাসবহুল গাড়ি ও বাইক যেমন ১২০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পেট্রোলের গাড়ি ও ১৫০০ সিসি ক্ষমতা সম্পন্ন ডিজেল গাড়ির উপর জিএসটি বেড়ে ৪০% দাড়িয়েছে।
- প্রাইভেট জেট বা রেসিং কারের ওপর জিএসটি ৪০% জিএসটি ধার্য করা হয়েছে।
- বিভিন্ন তামাকজাত দ্রব্য যেমন সিগারেট, চুরুট, পান মশলার জিএসটি ২৮% থেকে ৪০% করা হয়েছে।
- চিনি মিশ্রিত পানীয় বা সফট ড্রিংসের জিএসটি ২৮% থেকে ৪০% করা হয়েছে।
- কয়লাতে আগে ৫% জিএসটি ছিল, এখন তা ১৮% করা হচ্ছে।
আরও পড়ুন: Digital Birth Certificate: যেকোনো বয়সেই বানান জন্ম সার্টিফিকেট, এইভাবে আবেদন করে ফেলুন
মোদ্দা কথা, একদিকে রুটি, দুধ, মাখন থেকে শুরু করে টিভি ও এসির দাম কমায় সাধারণ মানুষের পকেটে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে অন্যদিকে বিলাসবহুল পণ্য ব্যবহারকারীদের জন্য বিরাট ধাক্কা লাগল, তা বলার অপেক্ষা রাখে না।