September Rule Change: ১ সেপ্টেম্বর থেকে বদলে গেল এই ৭ টি নিয়ম

প্রতিমাসের শুরুতেই কিছু কিছু নিয়ম বদলায়। ঠিক তেমনই ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কয়েকটি বড়সড় পরিবর্তন আনা হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটের উপর প্রভাব ফেলবে। 

হ্যাঁ, আয়কর রিটার্ন থেকে শুরু করে আধার কার্ড আপডেট, ক্রেডিট কার্ড, পোস্ট অফিসের নিয়ম এবং এলপিজি, সিএনজি, জেট ফুয়েলের দাম, সব ক্ষেত্রেই এবার নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক, কী কী পরিবর্তন আনা হল।

ITR ফাইলিং-এর শেষ সুযোগ

কর দাতাদের জন্য আনা হয়েছে নতুন নিয়ম। হ্যাঁ, এ বছর আয়কর দপ্তর আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করে দিয়েছে। অর্থাৎ, যারা এখনো পর্যন্ত রিটার্ন জমা দেয়নি, তাদের হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। তবে ১৫ সেপ্টেম্বরের পর আর সুযোগ মিলবে না বলেই জানানো হয়েছে। এরপর নোটিশ জারি করা হবে।

ইউপিএস স্কিম বেছে নেওয়ার শেষ তারিখ 

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার দারুণ সুখবর। কারণ ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় থাকা কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেওয়ার শেষ সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে এই সময় ছিল ৩০ জুন পর্যন্ত। তবে এখন তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ, পেনশন প্ল্যান বেছে নিতে হলে কর্মীদের হাতে এটাই শেষ সুযোগ। 

পোস্ট অফিসের নতুন নিয়ম

ভারতীয় ডাক বিভাগ এবার বড়সড় পরিবর্তন আনলো। ১ সেপ্টেম্বর থেকে দেশীয় ডাক পরিষেবার স্পিড পোস্ট এবার একইভূত হচ্ছে। অর্থাৎ, সাধারণ রেজিস্টার্ড পোস্ট আর থাকবে না। এখন থেকে দেশীয় সমস্ত চিঠিপত্র এবং ডকুমেন্ট শুধুমাত্র স্পিড পোস্ট মারফৎ পাঠানো যাবে। 

ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট

স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আনা হয়েছে নতুন নিয়ম। ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু কার্ডের রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামের পরিবর্তন আনা হয়েছে। আর এই নতুন নিয়মে ডিজিটাল গেমিং এবং সরকারি ওয়েবসাইটে ট্রানজেকশনে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। ফলে যারা নিয়মিত এই খাতে খরচ করতেন, তাদের সুবিধা অনেকটাই কমবে।

বিশেষ এফডি স্কিমের ডেডলাইন

কিছু কিছু সরকারি ব্যাংক বর্তমানে বিশেষ মেয়াদি ফিক্সড ডিপোজিট চালাচ্ছে। যেমন ইন্ডিয়ান ব্যাংকের ৪৪৪ দিন ও ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। আইডিবিআই ব্যাংকের ৪৪৪, ৫৫৫ এবং ৭০০ দিনের বিশেষ এফডি স্কিমেও বিনিয়োগ করারও শেষ সুযোগ ৩০ সেপ্টেম্বর।

সিএনজি, পিএনজি ও জেট ফুয়েলের দাম 

তেল বিপণন কোম্পানিগুলি সাধারণত প্রতিমাসের শুরুর দিন সিএনজি, পিএনজি এবং জেট ফুয়েলের দাম পরিবর্তন করে। তাই সেপ্টেম্বর মাসেও এর ব্যতিক্রম হয়নি। ফলে পরিবহন খরচ থেকে শুরু করে সাধারণ গ্যাসের বিলে পড়ছে নতুন প্রভাব।

আরও পড়ুন: Gas Price in Septemter: মাসের প্রথম দিনই রান্নার গ্যাসের দাম কমল! নতুন দাম কত হলো?

এলপিজি সিলিন্ডারের দাম

প্রতিমাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম ওঠানামা করে। ঠিক তেমনই সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারে দাম ৫১.৫০ টাকা পতন হয়েছে। আগস্ট মাসে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমেছিল। কিন্তু গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৮৫৩ টাকা, যা ২৮ এপ্রিল থেকে এখনো পর্যন্ত বদলায়নি।

Leave a Comment