Durga Puja Holiday 2024: দুর্গাপুজোর ছুটির তালিকা ২০২৪

দেবীপক্ষ শুরু হল বলে। ঢাকে কাঠি পড়ল বলে। ছুটির মরসুম এইতো শুরু। একটানা নয়, আসন্ন সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর কারণে সেজে উঠছে ভারত। বিশেষত, বঙ্গে বাঙালির উচ্ছাসের সীমা নেই। পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর মাসও কম ছুটি দেয়নি। এবার অক্টোবর, অর্থাৎ পুজোর মাসের পালা।

পুজো উপলক্ষে সরকারী অফিসগুলি একাধিক দিন বন্ধ থাকবে। 2 অক্টোবর মহালয়ার হাত ধরে শুরু হবে ছুটির মজা। চলবে সেই নভেম্বর মাস পর্যন্ত। হ্যাঁ, একটানা ছুটির মজা পাবেন না ঠিকই। কারণ মূল পূজার ছুটি ছুটি শুরু হচ্ছে 7 অক্টোবর থেকে। এইদিন চতুর্থীর পড়েছে। বেশ কয়েক দিন ধরে চলতে থাকবে এই ছুটি।

২০২৪ এর দুর্গাপুজোর ছুটির তালিকা

অক্টোবর 2 (বুধবার): মহালয়া

অক্টোবর 7 (সোমবার): চতুর্থী (পূজার ছুটির শুরু)

অক্টোবর 8 (মঙ্গলবার): ষষ্ঠী (ছুটির দিন)

অক্টোবর 9 (বুধবার): সপ্তমী (ছুটির দিন)

অক্টোবর 11 (শুক্রবার): মহাষ্টমী (ছুটির দিন)

অক্টোবর 12 (শনিবার): মহানবমী (ছুটির দিন)

অক্টোবর 13 (রবিবার): বিজয়াও (ছুটির দিন)

মনে রাখবেন, ছুটি কিন্তু এখানেই শেষ নয়। আমরা সবাই খুব ভালোভাবেই জানি যে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো পর্যন্ত রাজ্য জুড়ে স্কুল, কলেজ, সরকারি অফিস, ব্যাঙ্ক সবই বন্ধ থাকে। সেই অনুযায়ী রয়েছে আরও একটি মস্ত তালিকা।

দুর্গাপূজার পরের ছুটির তালিকা

অক্টোবর 14 (সোমবার): একাদশী (ছুটির দিন)

অক্টোবর 15 (মঙ্গলবার): দ্বাদশী (ছুটির দিন)

অক্টোবর 16 (বুধবার): কোজাগরী লক্ষ্মী পুজো (ছুটির দিন)

অক্টোবর 17 (বৃহস্পতিবার): অতিরিক্ত ছুটি

অক্টোবর 18 (শুক্রবার): অতিরিক্ত ছুটি

প্রথম খেপের ছুটি শেষে। এরপর আসবে দীপাবলির ছুটি। এর পরে, কালী পূজার জন্য 31 অক্টোবর, অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি ছুটি রয়েছে। 1 নভেম্বর, শুক্রবারও একটি ছুটির দিন।

3 নভেম্বর, রবিবার, ভাইফোঁটার পর ছুটি থাকে। তাই এর দরুণ পরের সোমবারও অফিস বন্ধ থাকবে। 5 নভেম্বর থেকে সরকারি অফিস আবার খুলবে। এরপর থেকে ছুটির মজা হাওয়া হবে। আবার পুরোদমে কাজ শুরু হবে। ক্লাস শুরু হবে। তারপর লম্বা ছুটির জন্য সেই ডিসেম্বরের অপেক্ষা।

Leave a Comment