পুজোর আগে সেপ্টেম্বর মাসের শুরুতেই মিলল বিরাট স্বস্তির খবর। কারণ গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। হ্যাঁ, স্বস্তি মিলেছে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ক্যাটারিং বা খাবার-দাবারের দোকানের মালিকদের। কারণ মাসের প্রথম দিন বিভিন্ন শহরে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা তলানিতে ঠেকেছে।
কলকাতায় নতুন দাম
প্রসঙ্গত, কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৩৪.৫০ টাকা। তবে এখন থেকে তা মিলবে মাত্র ১৬৮৪ টাকায়। উৎসবের মরসুমে এই দরপতন নিঃসন্দেহে ব্যবসায়ীদের জন্য বিরাট স্বস্তির খবর, তা বলার অপেক্ষা রাখে না।
তবে দুঃখের বিষয়, এখনো পর্যন্ত সাধারণ গৃহস্থের জন্য তেমন কোনও সুখবর আসেনি। সেই এপ্রিল মাস থেকেই গৃহস্থের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকায় অপরিবর্তিত রয়েছে।
অন্য শহরগুলিতে দাম কত হল?
সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী—
- কলকাতায় নতুন দাম হয়েছে ১৬৮৪ টাকা, যেখানে আগে ছিল ১৭৩৪.৫০ টাকা।
- দিল্লিতে দাম কমে এখন দাঁড়িয়েছে ১৫৮০ টাকা, আগে ছিল ১৬৩১.৫০ টাকা।
- মুম্বাইয়ে এখন দাম দাঁড়িয়েছে ১৫৩১.৫০ টাকা, যেখানে আগে দাম ছিল ১৫৮২.৫০ টাকা।
- চেন্নাইতে এখন দাম কমে দাঁড়িয়েছে ১৭৩৮ টাকা, যেখানে আগে দাম ছিল ১৭৮৯ টাকা।
উৎসবের মরসুমে বিরাট স্বস্তি
প্রসঙ্গত, কলকাতায় পূজার মাসে ছোট থেকে বড়, সমস্ত হোটেল কিংবা রেস্তোরাঁয় ভিড়ভাট্টা বেড়ে যায়। আর সেই সময় এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের চাহিদা তুঙ্গে থাকে। তাই দাম কমাতে সেই সমস্ত ব্যবসায়ীদের মুখে যে হাসি ফুটেছে, তা বলার অপেক্ষা রাখে না।
তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া ব্যবহারের জন্য ১৪ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে সেরকম কোনো পরিবর্তন হয়নি। তাই সাধারণ পরিবারকে এখনো পর্যন্ত সেই পুরনো দাম দিয়েই সিলিন্ডার কিনতে হবে।
আগেও কমেছিল দাম
প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল, মে এবং জুন মাসেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। হ্যাঁ, জুন মাসে দাম কমেছিল ২৪ টাকা, মে মাসে ১৪.৫০ টাকা এবং এপ্রিল মাসে কমেছিল ৪১ টাকা। পাশাপাশি ফেব্রুয়ারি মাসেও ৭ টাকা দরপতন হয়েছিল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের।
আরও পড়ুন: Bank Rules Change: আরও দিতে হবে চার্জ! ১ সেপ্টেম্বর থেকে বদলে গেল ব্যাংকের একাধিক নিয়ম
তবে হ্যাঁ, মার্চ মাসে আবারও ৬ টাকা বৃদ্ধি পেয়েছিল, আর এখন আগস্ট মাসে আবারো দরপতন হয়েছে। জুন মাসে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার ১৭২৩.৫০ টাকায় পাওয়া যেত। আর এপ্রিল মাসে দাম ছিল ১৭৬২ টাকা। তবে মে মাসে দাম দাঁড়িয়েছিল ১৭৪৭.৫০ টাকা।