CISF Fire Constable Recruitment 2024: ফায়ার কনস্টেবল পদে চাকরি, CISF-এ ১১৩০ শূন্যপদে নিয়োগ শুরু

আপনিও কি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন! তাহলে আপনার জন্য আছে কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ। CISF Fire Constable পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের জন্য দারুণ খবর। সিআইএসএফ (CISF) আধা-সেনা নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এই সুযোগটি কাজে লাগাতে যোগ্যতার মানদণ্ড এবং আবেদন প্রক্রিয়া জেনে নেওয়া উচিত। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেশ সেবা করার এই সুযোগটি মিস করবেন না।

CISF কনস্টেবল নিয়োগের বিস্তারিত

আবেদন করতে যাওয়ার আগে মনে রাখবেন, CISF এর ফুল ফর্ম হল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)। এইবার আমরা কনস্টেবল পদে এই চাকরির জন্য কী কী যোগ্যতা লাগবে, কত বয়স হতে হবে, কীভাবে আবেদন করতে হবে, ঠিক কোন পদ্ধতিতে প্রার্থী নেওয়া হবে, সবই একে একে জানবো।

পদের দাম (Post Name)

সিআইএসএফ ফায়ার কনস্টেবল (CISF Fire Constable) পদে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

মাসিক বেতন (CISF Constable Salary)

যারা এই কনস্টেবল পদে চাকরি পাবেন, তাঁদের প্রতি মাসে 21,700 টাকা থেকে সর্বোচ্চ 69,100 টাকা টাকা করে বেতন দেওয়া হবে। পে লেভেল-3 অনুযায়ী এই বেতন নির্ধারিত।

মোট শূন্যপদ (CISF Constable Vacancy)

এক্ষেত্রে ১১৩০ টি শূন্যপদে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

বয়সসীমা (CISF Constable Age Limit)

18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে শুধুমাত্র তারাই আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেনির আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা (CISF Constable Qualification)

সমস্ত ভারতীয় প্রার্থী, যাঁরা বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন, তাঁরা এই পদের আবেদন করার যোগ্য।

আবেদন ফি (CISF Constable Application Fee)

CISF নিয়োগ 2024-এর জন্য আবেদন করতে, প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 100 টাকা। সমস্ত জেনারেল আবেদনকারীদের জন্য প্রযোজ্য এই টাকা।

প্রার্থী নিয়োগের প্রক্রিয়া (CISF Constable Selection Process)

নিয়োগ প্রক্রিয়াটি প্রার্থীদের কয়েকটি মূল পদক্ষেপ নিয়ে গঠিত, এগুলি হল-

1) প্রথমত, আবেদনকারীদের অবশ্যই একটি শারীরিক দক্ষতা পরীক্ষা দিতে হবে। এর দরুণ প্রার্থী চাকরিটি করার জন্য যোগ্য কিনা, তাঁর মধ্যে শারীরিক ক্ষমতা কতটা, তা নিশ্চিত করা হবে।

2) তারপর ফিটনেস পরীক্ষা দিতে হবে। এর দরুণ, প্রার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্য এবং ফিটনেস মান পূরণ করেন কিনা, তা নিশ্চিত করা হবে।

3) একবার এই ফিটনেস পরীক্ষা সম্পূর্ণ হলে, সফল প্রার্থীরা নথি যাচাইকরণের দিকে এগিয়ে যাবে। এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে শিক্ষাগত যোগ্যতা সহ জমা দেওয়া নথিগুলির সত্যতা নিশ্চিত করা হবে৷

4) অবশেষে, প্রার্থীরা একটি লিখিত পরীক্ষা দেবে, যা চাকরি করার জন্য তাঁদের জ্ঞান এবং দক্ষতা আছে কিনা তা যাচাই করে দেখবে।

এই তিন ধাপের নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করে যে শুধুমাত্র সবচেয়ে যোগ্য ব্যক্তিরাই কেন্দ্রের সিআইএসএফ-এর মধ্যে পদের জন্য নির্বাচিত হয়েছেন।

আবেদন করার পদ্ধতি (Application Process)

কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এটি কীভাবে করবেন তা জেনে নিন-

Step 1: আবেদন করতে আগ্রহী প্রার্থীদের cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

Step 2: “Log In” বিকল্পে ক্লিক করুন এবং তারপরে “New Registration” নির্বাচন করুন।

Step 3: রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, এবং তারপর আবেদন ফর্ম পূরণ করার জন্য এগিয়ে যান।

Step 4: আবেদন পূরণ করা হয়ে গেলে ‘Submit’ করুন।

উল্লেখ্য, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে ভুলবেন না।

আবেদনের তারিখ (Important Dates)

আবেদন শুরু হয়ে গিয়েছে। 2024 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

উল্লেখ্য, আগ্রহী প্রার্থীদের সমস্ত বিবরণের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়তে হবে।

Important Links

নিয়োগের অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Open Now

আবেদন করার লিঙ্ক: Apply Now

Leave a Comment