Canara Bank Recruitment 2024: কানারা ব্যাঙ্কে ৩০০০ কর্মী নিয়োগ, ৪ অক্টোবর অবধি আবেদন চলবে

Canara Bank Apprentice Recruitment 2024: আপনিও কি চাকরির অপেক্ষায় বসে? পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! কানারা ব্যাঙ্ক চাকরির সুযোগ দিচ্ছে। এই নির্দিষ্ট প্রার্থীরাই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে হবে। কারণ আবেদনে ভুল হলেই বিপদ।

কানারা ব্যাঙ্কে নিয়োগের বিস্তারিত তথ্য (Canara Bank Recruitment 2024)

এইবার কানারা ব্যাঙ্কে চাকরির জন্য কী কী যোগতা লাগবে, আবেদনের জন্য বয়স কত হওয়া জরুরি, কীভাবে আবেদন করতে হবে, ঠিক কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে, তা একে একে জানিয়ে দিচ্ছি আমরাই।

শূন্যপদ (Canara Bank Recruitment Vacancy)

মোট 3,000 টি শূন্যপদে চাকরির সুযোগ দিচ্ছে কানারা ব্যাঙ্ক। আবেদন করার আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালো করে জেনে নেবেন।

কোন পদে চাকরি (Canara Bank Recruitment Post Name)

অ্যাপেন্টিস (Apprentice) পদে নিয়োগ করছে কানারা ব্যাঙ্ক

মাসিক বেতন (Canara Bank Recruitment Salary)

প্রারম্ভিক বেতন হল প্রতি মাসে 15,000 টাকা। কাজের উপর ভিত্তি করে ভবিষ্যতে বেতন আরও বৃদ্ধি করা হতে পারে। সেইসাথে চাকরি করতে থাকলে দেওয়া হবে নানান সুযোগ-সুবিধা।

বয়স সীমা (Canara Bank Recruitment Age Limit)

আবেদনকারীদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সে ছাড় আছে।

শিক্ষাগত যোগ্যতা (Canara Bank Recruitment Educational Qualification)

প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র‍্যাজুয়েশন পাস করতে হবে।

এই চাকরির বিষয়ে আরও জানতে, চাকরির বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যার লিঙ্ক প্রতিবেদনেই দিয়ে দিয়েছি আমরা।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Canara Bank Job Application)

(১) জন্ম তারিখের বৈধ প্রমাণ (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।

(২) পরিচয় প্রমাণ (পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ইত্যাদি)।

(৩) মাধ্যমিক থেকে সর্বোচ্চ যোগ্যতা পর্যন্ত মার্কশিট।

(৪) SC/ST/OBC প্রার্থীদের জন্য নির্ধারিত বিন্যাসে জাত শংসাপত্র।

(৫) প্রযোজ্য প্রার্থীদের জন্য EWS শংসাপত্র।

আবেদন ফি (Canara Bank Recruitment Application Fees)

সাধারণ, ওবিসি, এবং ইডব্লিউএস প্রার্থীদের অবশ্যই 500 টাকা আবেদন ফি দিতে হবে। SC, ST, এবং PwBD প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি (Application Process for Canara Bank Recruitment)

  • অনলাইনে আবেদন করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্ৰথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন করা হলে লগ ইন করুন।
  • আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
  • এবার আবেদনপত্রটি জমা দিন।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process for Canara Bank)

প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে।

আরও পড়ুন: ফায়ার কনস্টেবল পদে চাকরি, CISF-এ ১১৩০ শূন্যপদে নিয়োগ শুরু

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates for Canara Bank Recruitment)

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: সেপ্টেম্বর 18, 2024

অনলাইন রেজিস্ট্রেশনের শুরুর তারিখ: সেপ্টেম্বর 21, 2024

অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ: অক্টোবর 4, 2024

গুরুত্বপূর্ণ লিংক (Important Links for Canara Bank Recruitment)

নিয়োগের অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Open Now

আবেদন করার লিঙ্ক: Apply Now

Leave a Comment