Railway Employees Bonus: লাখ লাখ রেলকর্মীদের জন্য সুখবর! ৭৬ দিনের না, মিলবে ৭৮ দিনের বোনাস

ভারতীয় রেলওয়ে, তার যাত্রীদের সুবিধা প্রদানের পাশাপাশি, তার কর্মীদেরও যত্ন নেয়। এবার উৎসবের মরসুম শুরু হতেই কোটি কোটি রেলকর্মীকে সুখবর দিল কেন্দ্রীয় সরকার। 3 অক্টোবর, 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রিসভার বৈঠকে রেল কর্মচারীদের বোনাস অনুমোদন করা হয়েছে বলে খবর।

রেলওয়ে কর্মচারীদের বোনাস দেওয়া প্রসঙ্গে তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণবই এদিন নিশ্চিত করে বলেন, মন্ত্রিসভা রেলওয়ে কর্মীদের জন্য বোনাস অনুমোদন করেছে।

রেলের কর্মচারীদের মোট 78 দিনের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মোট 11,72,240 জন কর্মচারী উপকৃত হবেন। এর মধ্যে বর্তমানে 58 হাজার 682 জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।

রেল কর্মচারীরা কত টাকা বোনাস পাবেন?

76 দিনের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় রেলের কর্মীদের পারফরম্যান্স এখন ভালো চলছে। সেই কারণেই এখন কর্মীদের 78 দিনের বোনাস দেওয়া হচ্ছে। সবমিলিয়ে সরকার এখন 2029 কোটি টাকা বোনাস দিচ্ছে। হিসাব মতো প্রায় 11 লাখ কর্মীকে সর্বোচ্চ 17,951 টাকা করে বোনাস দেওয়া হবে।

বোনাস দেওয়ার হিসাব করা হয় কীভাবে?

‘উৎপাদন-সংযুক্ত বোনাস’ দু’ টি অংশে হিসাব করা হয়। কেন্দ্রীয় সরকার ব্যাখ্যা করেছে যে বোনাসের 50% রেলের আউটপুট এবং ইনপুটের উপর ভিত্তি করে। অন্য 50% অপারেটিং অনুপাতের উপর ভিত্তি করে। এর দরুণ দেখা হয় যে রেল 100 টাকা উপার্জন করতে কত টাকা খরচ করে। এই হিসাব অনুযায়ী, রেলের কর্মচারীরা 76 দিনের বেতনের সমান বোনাস পাবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু এখন তাঁরা আসলে 78 দিনের বেতনের সমান বোনাস পাবেন।

এইসব কর্মীরা উপকৃত হবেন

ভারতীয় রেলওয়ের সকল শ্রেণীর কর্মচারীরা এই বোনাস থেকে উপকৃত হবেন। তাঁদের মধ্যে রয়েছেন ট্র্যাক মেইনটেইনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, গ্রুপ সি স্টাফ, পয়েন্টস ম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ সহ আরও বেশ কয়েকটি পদের কর্মীরা।

ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে

1. 2023-24 আর্থিক বছরে, রেলওয়ে দ্বারা মোট 119,952 জনকে চাকরি দেওয়া হয়েছিল।

2. 31 মার্চ, 2024 পর্যন্ত, ভারতীয় রেলে 1,314,992 জন কর্মচারী রয়েছেন৷

3. 58,642টি চাকরির শূন্যপদ রয়েছে, যা ইতিমধ্যেই পূরণ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আশা স্কিমে 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, কী সুবিধা মিলবে?

প্রসঙ্গত, ভারতীয় রেলওয়ে প্রতি বছর দুর্গা পূজা বা দশেরা উৎসবের আগে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) ঘোষণা করে। সেই নিয়ম মেনেই, এ বছরও নবরাত্রির প্রথম দিনে রেল কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Leave a Comment