Anandadhara Prakalpa Recruitment 2024: পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে চাকরি, লিখিত পরীক্ষা নেওয়া হবেনা

আমাদের রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের আনন্দধারা প্রকল্পে দারুণ চাকরির সুযোগ রয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড রুরাল ডেভেলপমেন্ট সেল। তবে আবেদন করার আগে নিয়োগ নিয়ে যাবতীয় তথ্য জেনে নিতে হবে। 

আনন্দধারা প্রকল্পে নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গের আনন্দধারা নিয়োগ চলছে। অত্যন্ত সরল পদ্ধতিতে এই নিয়োগ করা হবে। সব থেকে বড় ব্যাপার হল, এই ক্ষেত্রে প্রার্থীদের কোনও আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিতে হয় না বা আবেদনের ফি দিতেও হয় না।

এইবার আনন্দধারায় কাজের জন্য কী কী যোগতা লাগবে, আবেদনের জন্য বয়স কত লাগবে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে নিয়োগ করা হবে, একে একে জানিয়ে দিচ্ছি আমরাই।

পদের নাম (Post Name)

ট্রেনিং রিসোর্স পার্সন (Training Resources Person) পদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন (Monthly Salary)

এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ৯০০ টাকা প্রদান করা হবে। এক মাসে সর্বাধিক 26 দিন কাজ হবে। এই হিসেবে মাসিক বেতন হবে প্রায় ২৩,৪০০ টাকা। 

বয়স সীমা (Age Limit)

প্রার্থীদের অবশ্যই 32 বছরের বেশি বয়সী হতে হবে। কোনও সর্বোচ্চ বয়স সীমা উল্লেখ করা নেই।

যোগ্যতার মানদণ্ড (Qualification)

  • প্রার্থীদের অবশ্যই কলেজ পাস হতে হবে।
  • কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
  • ইংরেজি ও বাংলা উভয় ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র (Document Required for Application)

প্রার্থীদের তাদের যোগ্যতা নিশ্চিত করার জন্য সাক্ষাৎকারে এই নির্দিষ্ট নথি আনতে হবে।

1. প্রার্থীর বায়োডাটা: ব্যক্তিগত এবং পেশাদার তথ্যের একটি বিশদ ওভারভিউ।

2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি: শনাক্তকরণের উদ্দেশ্যে একটি সাম্প্রতিক ছবি।

3. কম্পিউটার সার্টিফিকেট: কম্পিউটার দক্ষতার প্রমাণ।

4. অভিজ্ঞতা শংসাপত্র: প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার ডকুমেন্ট।

5. শিক্ষাগত যোগ্যতার নথি: শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শংসাপত্র।

ইন্টারভিউ প্রক্রিয়া, নির্বিঘ্নে করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অতিরিক্ত নথি থাকাও খুবই গুরুত্বপূর্ণ।

আবেদন ফি (Application Fees)

এই নিয়োগের একটি উল্লেখযোগ্য দিক হল, আবেদনের জন্য কোনও আবেদন ফিয়ের প্রয়োজন নেই। প্রার্থীরা কোনও আর্থিক বোঝা ছাড়াই আবেদন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)

নির্বাচন প্রক্রিয়ায় কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র সাক্ষাৎকারের সময় পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীরা যদি নিয়ম অনুসারে, যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবং নিজস্ব নথিগুলি সঠিকভাবে নিয়ে আসে, তাঁরা চাকরি পাবেনই।

ইন্টারভিউ এর তারিখ

03/10/2024 তারিখে ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে৷ প্রার্থীদের তাই আগাম প্রস্তুতি নিতে হবে, কোনো নির্দিষ্ট প্রয়োজনীয়তার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখতে হবে, ইন্টারভিউ পাস করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইন্টারভিউয়ের ঠিকানা

কোনও জটিলতা এড়াতে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছানো নিশ্চিত করতে হবে।

ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, শিলিগুড়ি মহাকুমা পরিষদ, হাকিমপাড়া, শিলিগুড়ি।

আরও পড়ুনঃ কানারা ব্যাঙ্কে ৩০০০ কর্মী নিয়োগ, ৪ অক্টোবর অবধি আবেদন চলবে

আবেদনের পদ্ধতি (Application Process)

প্রার্থীদের আলাদা করে আবেদনপত্র পূরণ করতে হবে না। ইন্টারভিউয়ের জন্য সরাসরি উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে আসা বাধ্যতামূলক। নির্ধারিত স্থানে সময়মত পৌঁছোনোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, আরও বিশদ বিবরণের জন্য, প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি খুঁটিয়ে পড়ে নিতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

নিয়োগের অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Open Now

Leave a Comment